হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় সাপের ছোবলে ওঝার মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

সাপের ছোবলে ওঝার মৃত্যু। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সাপের ছোবলে লাল চান কর্মকার (৪৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টার দিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুয়েল মাস্টারের বাড়িতে সাপ ধরতে গেলে তাঁর বাম হাতে গোখরা সাপ ছোবল দেয়।

লাল চান কর্মকার একই এলাকার জগেন্দ্রনাথ কর্মকারের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় সাপ ধরে খেলা দেখাতেন।  

ইউপি সদস্য বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুয়েল মাস্টারের বাড়িতে শুনতে পান একটি সাপের কথা। ঘটনা শুনে সাপুড়ে লাল চান কর্মকার সাপটি ধরার জন্য ছুটে যান। সাপটি ধরতে গেলে সঙ্গে সঙ্গেই তাঁর হাতে ছোবল দেয়। তখনই তিনি তাঁর পাশে থাকা লোকদের বলেন, ‘এই বুঝি আমার শেষ!’ এর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে পাশের উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল গিয়ে সাপের ভ্যাকসিন দেওয়ার আধা ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে সাপুড়ে লাল চান কর্মকারের মৃত্যু হয়।

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ