হোম > সারা দেশ > বরগুনা

‘কর্কশিটে ভেসে’ মাকে কল দেওয়া বায়েজিদের মরদেহ ৫ দিন পর উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলেশ্বর নদের সুন্দরবন অংশে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ বরগুনার পাথরঘাটার বায়েজিদের মরদেহ পাঁচ দিন পর উদ্ধার হয়েছে। অপর জেলে ইউসুফ ব্যাপারী এখনো নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বায়েজিদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফ ব্যাপারীর বাবা আব্দুর রহমান ব্যাপারী ও পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন। 

পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ঘাটে ফেরার পথে পাথরঘাটা শহরের সগির হোসেন নামে এক মাঝি দুটি মরদেহ ভাসতে দেখে পাথরঘাটার বলেশ্বর নদতীরবর্তী পদ্মা স্লুইসগেট এলাকায় খবর দেন। পরে তিনটি ট্রলারযোগে সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকা থেকে দক্ষিণে খুঁজতে বের হয় বায়েজিদ ও ইউসুফের স্বজনেরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বায়জিদের মরদেহ উদ্ধার করে কূলের দিকে রওনা হয়। বাকি দুই ট্রলারে ইউসুফের মরদেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।’ 

গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকায় ট্রলার ডুবে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম ব্যাপারীর ছেলে ইউসুফ ব্যাপারী (২৩) ও আমিন ব্যাপারীর ছেলে বায়েজিদ (১৭) নিখোঁজ হয়। 

নিখোঁজদের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে চার দিনের বাজারসদাই নিয়ে ইউসুফ ও বায়েজিদ বলেশ্বর নদে মাছ ধরার জন্য ছোট একটি ট্রলার নিয়ে রওনা দেয়। 

বায়েজিদের মা পারভীন আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর ছেলে বায়েজিদ ফোন করে জানায়, তাদের ট্রলার ডুবে গেছে। তারা দুজন একটি কর্কশিটের ওপর ভেসে আছে। তাদের তাড়াতাড়ি উদ্ধারের জন্য সাহায্য চায় তারা। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ জেলেরা সম্পর্কে চাচাতো ভাই। তাদের উদ্ধারের জন্য পাঁচটি ট্রলার গত চার দিন নদীতে তল্লাশি করছে। মঙ্গলবার সন্ধ্যায় বায়জিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর জেলেকে উদ্ধার চেষ্টা চলছে।’ 

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের