বরগুনায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী গ্রামে মো. শাহাদাত হোসেন নীলুর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। শনিবার রাত দেড়টার দিকে ডাকাতদল স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার মোবাইল ফোনসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী শাহাদাত হোসেন নীলু বলেন, রাত দেড়টার দিকে মুখোশপরা ১০-১২ জন লোক দরজা ভেঙে আমার ঘরে ঢুকে। এরপর অস্ত্রের মুখে আমাদের সবাইকে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ফেলে রাখে। এরপর আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে এলাকাবাসী আমাদের উদ্ধার করে থানায় বিষয়টি জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিবার সূত্রে খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের দাবি টাকা, স্বর্ণ ও মোবাইল ফোন মিলিয়ে মোট ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতদল।
তিনি আরও বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। ডাকাতির সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না।