হোম > সারা দেশ > বরগুনা

৫ শিক্ষকের ওপর হামলা, শ্রমিক দলের নেতা বহিষ্কার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

বাকি বিল্লাহ ফরাজী। ছবি: সংগৃহীত

‎বরগুনার পাথরঘাটায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব মো. বাকি বিল্লাহ ফরাজীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বরগুনা জেলা শ্রমিক দল। আজ রোববার বরগুনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিনের স্বাক্ষরিত বহিষ্কার আদেশ প্রকাশ করা হয়।

বহিষ্কার আদেশে বলা হয়, পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব বাকি বিল্লাহ ফরাজীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলা শ্রমিক দলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিনের নির্দেশে বাকি বিল্লাহ ফরাজীকে পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের দলীয় ও সাংগঠনিক সব সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না হওয়া পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে বহিষ্কার আদেশ উল্লেখ করা হয়।

‎এর আগে গত ২ মে সকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সামনে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে। বাকি বিল্লাহ ফরাজী ও তাঁর ভাই সফিউল্লাহ ফরাজী এ হামলা করেন বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করে মানববন্ধন, বিদ্যালয়ে কর্মবিরতিসহ নানা কর্মসূচির ঘোষণা দেন উপজেলা শিক্ষক সমিতির নেতারা। এর অংশ হিসেবে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে গত ৯ মে মানববন্ধন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পাথরঘাটা থানার মামলা হয়েছে। মামলার ভিত্তিতে নাসারুল্লাহ নামের এক আসামিকে আটক করা হয়েছে। এ ছাড়া শ্রমিক দলের সদস্যসচিব বাকি বিল্লাহ ফরাজী ও সফিউল্লাহ ফরাজী পালাতক রয়েছেন। তাঁদের আটকের জন্য চেষ্টা চলছে।

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর

সিমেন্ট নয়, বালু দিয়ে জিও ব্যাগ বোঝাই

বেতাগীতে বাস মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত

বরগুনায় ‘সর্বাত্মক শাটডাউন’ লিখে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, পুলিশ বলছে—অভ্যন্তরীণ কোন্দল

সিডরের ১৮ বছর: উপকূলবাসী এখনো ভুগছে

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২