হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটার খালে বিষ দিয়ে মাছ শিকার, বিষের বোতলসহ আটক ৩ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় খালে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে দুই জেলে ও বিষ বিক্রেতাকে আটক করেছে চরদুয়ানি নৌ-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খাল থেকে তাঁদের আটক করা হয়।

পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী চরদুয়ানী বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে মাছ নিধনের ১৬২ বোতল ওষুধ ও অবৈধ জাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চরদুয়ানী ইউনিয়নের গোড়াখাল এলাকার মোসলেম সিকদারের ছেলে নাসির সিকদার (১৮), চরদুয়ানী বাজারের মৃত জগদীশ মিত্রর ছেলে ব্যবসায়ী কৃষ্ণকান্ত মিত্র (৫১) ও ১৬ বছরের এক কিশোর।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চরদুয়ানি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।

চরদুয়ানি নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বিষখালী ও বলেশ্বর নদ-নদীর বাড়ানি খালে অসাধু জেলেরা বিষ দিয়ে মাছ শিকার করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জেলেকে বিষের বোতলসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চরদুয়ানী বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে অবৈধ জাল ও মাছ মারার কীটনাশকসহ ব্যবসায়ী কৃষ্ণকান্ত মিত্রকে আটক করা হয়।

চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বিষ দিয়ে মাছ শিকারে দুই জেলে ও বিষ বিক্রেতা কৃষ্ণকান্ত মিত্রকে আটক করা হয়েছে। কৃষ্ণকান্ত মিত্রের দোকানে অভিযান চালিয়ে মাছ মারার ১৬২ বোতল বিষ, রেণু ধ্বংস করার তিন বান্ডিল নেট জাল, ওয়ান ফ্লাই সাইন জাল ১০০ মিটার জব্দ করা হয়।

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ