হোম > সারা দেশ > বরগুনা

নতুন ঘর-দোকান পেলেন সেই এতিম তিন বোন

বরগুনা প্রতিনিধি

নতুন বসতঘর, সেলাই মেশিনসহ একটি দোকান পেলেন বেদখল জমি ও বসতঘর ফিরে পেতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশনে বসা সেই তিন বোন। গতকাল সোমবার বিকেলে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান ওই তিন বোনের বাড়ি বরগুনার বামনার গোলাঘাটায় উপস্থিত হয়ে এসব বুঝিয়ে দেন। 

গত ২৩ ফেব্রুয়ারি বুধবার বেলা ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে অনশনে বসেন বরগুনা জেলার বামনার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের তিন মেয়ে রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও মোছা রোজিনা (১৬)। ওই দিনই বিকেল ৪টার দিকে বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক খাবার নিয়ে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাসে অনশন ভাঙেন তাঁরা।

পুলিশ সুপার গত বুধবার বিকেলেই বামনা উপজেলার রামনা ইউনিয়নে গোলাঘাটা গ্রামে তিন বোনের বাড়িতে যান কাগজপত্র দেখে এতিম তিন বোনের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দিতে দখলদার আবদুল মান্নান, আশরাফ আলী, শাহজাহান ও সামসুজ্জামানের দখল থেকে সরিয়ে দেন। একই সঙ্গে, পুলিশ সুপার এতিম তিন বোনকে নতুন ঘর, পড়াশোনা, চিকিৎসা ও খাবারের ব্যয়ভার বহনেরও আশ্বাস দেন। দখলদারেরা জমি ফিরিয়ে দেওয়ার পর পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক তিন বোনের জন্য একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। ঘরটি নির্মাণকাজ শেষ হলে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান গতকাল ওই বাড়িতে উপস্থিত হয়ে ঘরের উদ্বোধন করেন।

পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘আমি যখন ওই বাড়িতে যাই তখন দেখতে পাই, ওদের থাকার মতো কোনো বসতঘর নেই। ভাঙাচোরা একটি ঘর আছে। সেটি বসবাসের উপযোগী নয়। আমি ওদের জন্য একটি ঘর তৈরি করে দিতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী ডিআইজি মহোদয়ের মাধ্যমে তিন বোনকে উপহার হিসেবে সেলাই মেশিন ও দোকানঘর উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করেন। আমরাও অসহায় মানুষের পাশে থাকব। মানবিক কারণে তাদের পাশে দাঁড়িয়েছি। ওদের জমি এখন থেকে ওরা ভোগ করবে।’

ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই এতিম তিন বোনের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তেমনি স্থানীয় প্রতিবেশী ও জনপ্রতিনিধিদেরও তাদের দায়িত্ব নিতে হবে। এদের নিরাপত্তা কেবল পুলিশ নয়, প্রতিবেশীদেরও নিশ্চিত করতে হবে।’

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর