দীর্ঘ ২১ বছর পর কফিনে বন্দী হয়ে দেশে ফিরলেন বরগুনা জেলার পাথরঘাটার সৌদিপ্রবাসী ফয়সাল আহমেদ শরীফ (৪১)। আজ বুধবার সকালে তাঁর মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এর আগে গত ৪ আগস্ট সৌদি আরবের জেদ্দা প্রদেশের গভর্নমেন্ট কিং আব্দুল আজিজ হসপিটালে হার্ট অ্যাটাক করে মারা যান তিনি।
মৃত ফয়সাল আহমেদ শরীফ উপজেলার কালমেঘার সাবেক ইউপি সদস্য সৈয়দ আহমেদ শরীফের ছেলে।
মৃতের পরিবারের লোকজন বলেন, আজ বেলা ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করা হয়েছে। সেখান থেকে মরদেহ পাথরঘাটায় আনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে মৃতের জানাজা অনুষ্ঠিত হবে।