হোম > সারা দেশ > বরগুনা

বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি বহিষ্কার

বরগুনা প্রতিনিধি

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম রফিককে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি মো. সবুজ মোল্লা, মো. সাকিব ফরাজী ও প্রত্যয় দেব প্রান্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই দিন পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে একই অভিযোগে জেলা ছাত্রলীগের তিন সহসভাপতির বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। 

সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মেহেদী হাসানের ওপর হামলায় আমার কোনো সম্পৃক্ততা ছিল না। মেহেদী বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ার কারণেই এসব ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আমার সম্পৃক্ত পাওয়া গেলে আমি কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নেব। কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে, তা ষড়যন্ত্র।’ 

জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘বেতাগী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের ওপর হামলার ঘটনায় বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম রফিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ 

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের