হোম > সারা দেশ > বরগুনা

আমতলী পৌরসভা নির্বাচন: আবারও জরিমানা গুনলেন মেয়র পদপ্রার্থী নান্নু

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন হ্যাঙ্গার প্রতীকের মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নু। গতকাল মঙ্গলবার রাতে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার সময় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অর্ধশতাধিক লোক নিয়ে তালহা তাজবিনের নেতৃত্বে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নুর পক্ষে একটি মিছিল বের হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মিছিলটি আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে শুরু করে এ কে স্কুল সড়ক ঘুরে আমতলী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় চৌরাস্তা এলাকা থেকে অভিযুক্ত তালহাকে আটক করা হয়। তবে মিছিলে অংশ নেওয়া অন্যরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নান্নুর সমর্থক তালহাকে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এর আগে গত রোববার আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার দায়ে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান নান্নুর আরেক সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান খান নান্নু বলেন, ‘উচ্ছ্বসিত সমর্থকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা আসলে আচরণবিধির বিষয়টি অবগত নয় বলেই ভুল করে বসেছে। এ রকম আর হবে না।’

উল্লেখ্য, আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের