হোম > সারা দেশ > বরগুনা

৯ মাস পর আমতলীর ঘাটে ফিরল লঞ্চ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

যাত্রীসংকটে ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে বরগুনার আমতলী-ঢাকা রুটে নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে। আজ শনিবার সকালে লঞ্চটি আমতলী ঘাটে নোঙর করে। এতে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রী ও ঘাটে কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঘাটে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে। 

জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু খুলে দেয়াল পর যাত্রীসংকটে পড়েন লঞ্চমালিকেরা। এতে আমতলী-ঢাকা নৌপথে লঞ্চ সার্ভিস চলাচলে বিঘ্ন ঘটে। যাত্রীসংকট চরম আকার ধারণ করায় আমতলী-ঢাকা রুটে লঞ্চ চলাচল অনিয়মিত হয়ে পড়ে। 

গত বছর ২০ জুলাই মালিক কর্তৃপক্ষ একেবারেই বন্ধ করে দেয়। এতে দক্ষিণাঞ্চল আমতলী, তালতলী, বরগুনা, কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার নৌপথের যাত্রী ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ছে। বাধ্য হয়েই তাঁরা সড়কপথে চলাচল শুরু করেন। এদিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় ব্যবসায়ীদের ঢাকা থেকে স্বল্প খরচে দক্ষিণাঞ্চলে মালামাল আনা-নেওয়াও বন্ধ হয়ে যায়। ফলে সড়কপথে বেশি খরচ দিয়ে তাঁদের মালামাল আনতে হয়। 

এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপরে এর প্রভাব পড়ছে। অপর দিকে লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় রাজস্ব হারায় সরকার। এ ছাড়া লঞ্চঘাটে কর্মরত অর্ধশতাধিক মানুষ কর্মহীন হয়ে পরে। দীর্ঘ ৯ মাস পরে গতকাল বিকেলে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি ছেড়ে আসে। 

আজ সকালে লঞ্চটি আমতলী ঘাটে নোঙর করে। এতে দক্ষিণাঞ্চলের নদীপথে যাতায়াত করা মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। ঘাটে কর্ম চাঞ্চল্যতা ফিরে এসেছে। 

আজ লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, যাত্রীরা লঞ্চ থেকে হাসিখুশি মনে ঘাটে আনছেন। শ্রমিকেরা লঞ্চ থেকে মালামাল নামাচ্ছেন। 

লঞ্চযাত্রী আবুল, শাওন ও রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর লঞ্চে ঢাকা থেকে আমতলীতে আসছি। অনেক ভালো লেগেছে। যেন লঞ্চ সার্ভিস আবার বন্ধ হয়ে না যায়।’ 

আমতলী মাতৃছোয়া বস্ত্রালয়ের মালিক জি এম মুছা বলেন, ‘লঞ্চ সার্ভিস চালু হওয়ায় খুবই ভালো হয়েছে। অল্প খরচে ঢাকা থেকে মালামাল আনা সহজ হবে।’ 

আমতলী লঞ্চঘাট সুপার ভাইজার শহীদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ যাত্রী নিয়ে এমভি ইয়াদ-৭ লঞ্চটি আজ সকালে ঘাটে নোঙর করেছে।’
 
এমভি ইয়াদ-৭ লঞ্চমালিক মামুন-অর রশিদ বলেন, ‘যাত্রীদের দাবির মুখে গতকাল বিকেলে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছি। আল্লাহ যা করেন।’

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর