হোম > সারা দেশ > বরগুনা

তালতলীতে সুদের টাকার জন্য স্কুলশিক্ষককে মারধরের অভিযোগ

প্রতিনিধি

তালতলী (বরগুনা) : বরগুনার তালতলীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সুদের টাকার জন্য মারধরের অভিযোগ উঠেছে ছোট ভাইজোড়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মুতালিবের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার কর্মকারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইদ্রিস আলী উপজেলার বড়বগী ইউনিয়নের কাজীর খাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রধান শিক্ষক ইদ্রিস আলীর সঙ্গে অভিযুক্ত মুতালিবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল মোতালিব উত্তেজিত হয়ে প্রধান শিক্ষক ইদ্রিস আলীর জামার কলার ধরে কিল-ঘুষি এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে পার্শ্ববর্তী একটি হার্ডওয়্যারের দোকান থেকে লোহার একটি রড এনে স্কুলশিক্ষক ইদ্রিস আলীকে পিটিয়ে আহত করেন।

প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, `বছরখানেক আগে পারিবারিক একটু ঝামেলার কারণে টাকাপয়সার খুব সমস্যার মধ্যে ছিলাম। সে সময় ছোট ভাইজোড়া মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মুতালিবের কাছ থেকে কিছু টাকা সুদে নিই। পরে আমি সেই টাকা পরিশোধ করে দিই। কিন্তু আজ সকালবেলা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর অহত অবস্থায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। শত শত মানুষের সামনে আমার জামার কলার ধরে লোহার রড দিয়ে পিটিয়েছে সুদ খোর মুতালিব।'

মারধরের কথা অস্বীকার করে আব্দুল মুতালিব বলেন, `তাঁর কাছে কিছু টাকাপয়সা পাওনা ছিলাম। তা নিয়ে তর্কবিতর্ক হয়েছে।'

এ বিষয়ে তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, `ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক