হোম > সারা দেশ > বরগুনা

বরিশালে এক দিনে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফাইল ছবি

বরিশাল বিভাগের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনায় সবচেয়ে বেশি ৮২ জন। আজ মঙ্গলবার সকাল ৮টার আগে ২৪ ঘণ্টায় তারা হাসপাতালে ভর্তি হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৫ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, ভোলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছে। বরগুনায় ৮২, ঝালকাঠিতে ৩ জন ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০৭ জন।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বেরোতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ, আমাদের চিকিৎসাসেবা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারব না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম