হোম > সারা দেশ > বরগুনা

বাসচাপায় রিকশাচালক নিহত, আহত একই পরিবারের ৩ সদস্য

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে বাসচাপায় জব্বার শরীফ (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন একই পরিবারের তিন সদস্য। 

আহত তিনজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। তাঁরা হলেন মোটরসাইকেলচালক বাদল শরীফ (৪৮), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (৪০) ও ছেলে বাকি বিল্লাহ (৮)। আহত বাদল বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে পটুয়াখালীগামী একটি বাস রিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রিকশাচালক জব্বার নিহত হন। এ সময় মোটরসাইকেলচালক, তাঁর স্ত্রী ও সন্তান আহত হন। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। 
 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, রিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর