হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে মুদিদোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে আব্দুল খালেক (৫৫) নামে এক মুদিদোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত আব্দুল খালেক বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত হাকিম হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার খানের হাট বাজারে মুদিদোকানের মালিক। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন আব্দুল খালেক। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। 

মৃত আব্দুল খালেকের ছোট ভাই মো. জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই আগে তিনবার স্ট্রোক করেছিলেন। তাঁর কিছু মানসিক সমস্যাও রয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কোনো ঝগড়া হয়নি। কী কারণে আমার ভাই আত্মহত্যা করেছেন তা বলতে পারছি না।’ 

মো. জলিল আরও বলেন, মৃত্যুর খবর পেয়ে আমি রাতেই তাঁর বাড়িতে যাই। এরপর পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে বেতাগী থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

থানার পরিদর্শক আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম