হোম > সারা দেশ > বরগুনা

মাছ না পেয়ে হরিণ শিকার, সাড়ে পাঁচ মণ মাংসসহ গ্রেপ্তার ৩  

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মণ হরিণের মাংসসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করেন পাথরঘাটার দক্ষিণ স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ জামান।

কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ জামান জানান, সুন্দরবন থেকে হরিণ নিয়ে বিষখালী নদী দিয়ে পাথরঘাটায় আসছে এমন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীতে অবস্থান নেন তাঁরা। সকাল ১০টার দিকে বিষয়টি শিকারিরা টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁদের ধাওয়া দিয়ে সাড়ে ১০টার দিকে হরিণঘাটা ইকোপার্ক দক্ষিণের বিষখালী নদী থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুজন পালিয়ে যায়। পরে তাঁদের ট্রলার তল্লাশি করে হরিণের তিনটি মাথাসহ সাড়ে পাঁচ মণ মাংস উদ্ধার করা হয়। মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আলী হোসেনের ছেলে আফজাল হোসেন (৪৫), আব্দুল হকের ছেলে হারুন (৩৫) ও আব্দুল করিম হাওলাদারের ছেলে আব্দুল মান্নান (৫৫)।

তাঁদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী তাফালবাড়িয়ার ৮ নম্বর ওয়ার্ডে। পালিয়ে যাওয়া দুজন হলো রশিদ শিকদারের ছেলে আবুল বাসার মাঝি ও সাহাদাত হোসেন। সাহাদাত হোসেনের বাবার নাম জানা যায়নি।

আটক আফজাল হোসেন বলেন, পাঁচ দিন আগে পাথরঘাটার বলেশ্বর নদে মাছ শিকারের জন্য বের হন তাঁরা পাঁচ জেলে। পরপর দুই দিন মাছ না পেয়ে মাঝি আবুল বাশারের নির্দেশে সুন্দরবন প্রবেশ করে হরিণ শিকার করেন তাঁরা। সেখান থেকে ১০টি হরিণ শিকার করে মাংস নিয়ে আজ সোমবার সকালে বিষখালি নদী হয়ে পাথরঘাটার দিকে আসেন তাঁরা। কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে আবুল বাসার মাঝি ও সাহাদাত হোসেন পালিয়ে যায়।

হরিণঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা আব্দুল হাই জানান, উদ্ধার হওয়া তিনটি মাথা ও ২২০ কেজি হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। মাংসগুলো বিকেল ৫টায় আদালতের নির্দেশে কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ছাড়া আটকদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর