হোম > সারা দেশ > বরগুনা

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২১ জেলে উদ্ধার, নিখোঁজ ৩

প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ঘটনার চার ঘণ্টা পরে ২১ জেলেকে উদ্ধার করা হলেও ট্রলারসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে ট্রলারডুবির ঘটনাটি ঘটে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী আজ বিকেলে জানান, পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারে করে জেলেরা মাছ ধরছিল। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার চার ঘণ্টা পরে ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাকি তিনজন জেলেসহ ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। 

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলারডুবির খবর পাওয়া মাত্রই জিসান নামের একটি ট্রলার নিয়ে আমাদের ফোর্স সাগরের গেছে। এর মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। আশা করছি বাকি তিনজনকেও উদ্ধারে সক্ষম হব।

গভীর সমুদ্রে ৬৫ দিনের মৎস্য অবরোধ চলাকালে কীভাবে গভীর সমুদ্রে এখন মাছধরার ট্রলার অবস্থান করছে এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ড কমান্ডার জানান, তাঁদের চোখ ফাঁকি দিয়ে অসাধু জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরছে। তবে তাঁদের টহল জোরদার রয়েছে বলেও জানান তিনি।  

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ