হোম > সারা দেশ > বরগুনা

বিএনপির কার্যালয় ভাঙচুর: বরগুনায় সাবেক এমপি শম্ভুর জামিন নামঞ্জুর

বরগুনা প্রতিনিধি

বরগুনায় সাবেক এমপি শম্ভুর জামিন নামঞ্জুর। ছবি: আজকের পত্রিকা

বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মনিরুজ্জামান এই আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে করা ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা থেকে বরগুনা কারাগারে নিয়ে আসা হয়।

বেলা আড়াইটার দিকে বরগুনা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আদালতে তোলা হয়। তাঁকে আনার খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে জড়ো হন স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীরা।

এ সময় তাঁরা শম্ভুর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা শম্ভুকে লক্ষ্য করে প্রিজন ভ্যানে ডিম ছুড়ে মারেন, এতে আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

আদালতে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে জামিন আবেদন করা হলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর বলেন, ‘তিনি পাঁচবারের সংসদ সদস্য, আমরা তাঁর জামিন আবেদন করেছি। একই সঙ্গে কারাগারে ডিভিশন ও চিকিৎসাব্যবস্থা যেন নিশ্চিত হয়, তার আবেদন করেছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করলেও তাঁর সুচিকিৎসা ও ডিভিশনের বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।’

আদালতের পাবলিক প্রসিকিউটর নুরুল আমিন বলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শম্ভুর নেতৃত্বে ১৭ মার্চ ২০২৩ সালে বিএনপি অফিসে ভাঙচুর চালানো হয়। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সেই সময় পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করা যায়নি। ৫ আগস্টের পরে সেই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হলে তাঁকে এক নম্বর আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে বরগুনায় নিয়ে আসা হয়। আদালতে নিয়ে এলে তাঁর পক্ষে জামিন আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিউমার্কেট থানার আন্দোলন চলাকালে নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া আশুলিয়া থানার অন্য একটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ