হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে মাদ্রাসার ১০ ছাত্রীকে মলমূত্র খাওয়ানোর ঘটনায় তদন্ত কমিটি 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মোবাইল ফোনে ছবি তোলার অপবাদ দিয়ে মাদ্রাসার ১০ ছাত্রীকে মারধর ও মলমূত্র খাইয়ে নির্যাতনের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম এই তদন্ত কমিটি গঠন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিমকে প্রধান করে এ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন, উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন জাহান।

কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, ‘তদন্ত করে যথাসময়ে প্রতিবেদন দাখিল করা হবে।’

ভুক্তভোগীদের অভিযোগ, আমতলী পৌর শহরের মাদানীনগর জামিয়া সাইয়েদা ফাতিমা বালিকা হাফিজিয়া মাদ্রাসার ১০ ছাত্রীকে মোবাইল ফোনে ছবি তোলার অপবাদ দিয়ে শিক্ষিকা তাসলিমা বেগম মারধর করেন। পরে তাসলিমা বেগম, তাঁর স্বামী আব্দুর রশিদ, ছেলে তাইয়েবা ও মেয়ে নুসরাত ওই ১০ ছাত্রীকে মলমূত্র, ড্রেনের পচা পানি, হাঁসের মল বালতিতে মিশিয়ে জোরপূর্বক খাইয়ে দেন।

গত সোমবার এ ঘটনায় দৈনিক আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এতে স্থানীয়রাসহ প্রশাসনিক পর্যায়ে আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফুল আলম উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার