হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ধরা পড়ে বললেন ‘শয়তানের ধোঁকা’

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইজিবাইকচালক জয়নাল ফকিরের (৪৭) বিরুদ্ধে। এ ঘটনায় জয়নালকে আটক করে থানার পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। ধরা পড়ার পর থানায় সোপর্দ করার আগে জয়নাল ফকির দোষ স্বীকার করে জানান, শয়তানের ধোঁকায় এমনটি ঘটিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জয়নাল ফকির একই ইউনিয়নের কালীবাড়ি এলাকার মৃত রোমেজ উদ্দিন ফকিরের ছেলে। এ ঘটনায় পাথরঘাটা থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন ভুক্তভোগীর মা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে বাড়ির সামনে থেকে খাবারের প্রলোভন দেখিয়ে অটোরিকশায় করে মনি মণ্ডলের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মণ্ডলবাড়ির লোকজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে অভিভাবকের কাছে পৌঁছে দেয়। আর জয়নালকে ধরে মারধর করে মাথার চুল কেটে দিয়ে পুলিশকে খবর দেয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার আজকের পত্রিকাকে জানান, বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয়রা টের পায়। পরে শিশুটিকে উদ্ধার করা অভিযুক্ত জয়নালকে আটকে রাখে স্থানীয়রা। পরে রাত ৮টার দিকে থানার পুলিশ গিয়ে জয়নালকে আটক করে। তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে।

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম