হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে আগুনে পুড়ে কয়লা শিশু, গুরুতর দগ্ধ মা-বাবা হাসপাতালে

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে চার বছরের হাবিবা আগুনে পুড়ে মারা গেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন তার মা রানী বেগম (৩০) ও বাবা হানিফ হাওলাদার (৩৫)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উত্তর তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী উপজেলার উত্তর তারিকাটা গ্রামে হানিফ হাওলাদারের ঘরে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে। এ সময় হানিফ হাওলাদার, তাঁর স্ত্রী রানী বেগম ও শিশুকন্যা হাবিবা ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুনে হাবিবা পুড়ে মারা যায়। টের পেয়ে হানিফ হাওলাদার ঘর থেকে বের হলেও রানী বেগম বের হতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে রানী বেগম পুড়ে দগ্ধ হন। দগ্ধ দুজনকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি ঘরে ছড়িয়ে পড়ে। তাতে ওই ঘরে থাকা শিশু পুড়ে মারা যায়। এ সময় তার মা-বাবাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, আগুনে দগ্ধ রানী বেগমের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজে সহায়তা করেছে। আগুনে পুড়ে একটি শিশু মারা গেছে। ওই শিশুর মা-বাবা দগ্ধ হয়েছেন।

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের