বরগুনার পাথরঘাটায় হরিণের দুই চামড়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পাথরঘাটা থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের আবু বকর, ফিরোজ আকন ও মহিবুল্লাহ হাওলাদার। তাঁদের বয়স ২০-২৫ বছরের মধ্যে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গতকাল রাতে কিছু লোক সুন্দরবন থেকে হরিণ শিকার করে চরদুয়ানী নিয়ে এসেছে এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হরিণের দুটি চামড়াসহ ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।