হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩ জন, চিকিৎসাধীন ২২৪

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২২৪ জন। ছবি: আজকের পত্রিকা

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৭৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০২ জনে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

সোমবার (২৩ জুন) বরগুনা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৯ জন, বেতাগীতে ২ জন এবং আমতলী ও পাথরঘাটায় একজন করে রয়েছেন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২২৪ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছেন ১৯০ জন, বামনায় ১১ জন, তালতলীতে ৯ জন, পাথরঘাটায় ৭ জন, বেতাগীতে ৪ জন এবং আমতলীতে ৩ জন।

জেলার মোট আক্রান্তদের মধ্যে বরগুনা সদরেই ২ হাজার ২০৩ জন, পাথরঘাটায় ৯৩ জন, বামনায় ৫৫ জন, তালতলীতে ২২ জন, বেতাগীতে ১৬ জন এবং আমতলীতে ১৩ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তত বাড়ছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি জোরালো পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চালানোর আহ্বান জানান।

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর

সিমেন্ট নয়, বালু দিয়ে জিও ব্যাগ বোঝাই

বেতাগীতে বাস মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত

বরগুনায় ‘সর্বাত্মক শাটডাউন’ লিখে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, পুলিশ বলছে—অভ্যন্তরীণ কোন্দল

সিডরের ১৮ বছর: উপকূলবাসী এখনো ভুগছে

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২