হোম > সারা দেশ > বরগুনা

ছোনবুনিয়ার চরে পড়ে আছে বিশাল আকৃতির মাথাবিহীন তিমি 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার চরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মৃতদেহ। তবে সেটির মাথা নেই। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিভিন্ন এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় করে। মৃত তিমির দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। তবু নাক চেপে তিমি দেখতে আসছে শত শত মানুষ। 

বালিয়াতলী ইউপি সদস্য মো. ইউনুস মৃধা বলেন, রোববার (৩০ জুন) রাতে জোয়ারের পানিতে মৃত তিমিটি ভেসে এসে আটকে পড়েছে। খবর পেয়ে বন বিভাগ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউনুস মৃধা আরও বলেন, তিমির যে অংশটুকু ভেসে এসেছে তার ব্যস ২০ ফুটের বেশি হবে। মানুষ বৈরী আবহাওয়া উপেক্ষা করে পায়রা নদীর চড়ে ভিড় জমাচ্ছে। 

স্থানীয় পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের বাতাস দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং অবশিষ্টাংশ মাটিতে পুঁতে ফেলতে হবে। নইলে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হবে। 

বরগুনা সহকারী বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু জোয়ার থাকার কারণে তিমিটি মাটিচাপা দিতে পারিনি। দ্রুত মাটিচাপা দেওয়া হবে। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, খবর পেয়েছি কিন্তু ঘটনাস্থলে যেতে পারিনি। আগামীকাল (২ জুলাই) গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, পায়রা নদীর ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। তিমির মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে, তাই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মাটিতে পুঁতে ফেলা হবে।

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন