হোম > সারা দেশ > বরগুনা

নৌকায় করে ‘ধানের শীষের’ সম্মেলনে বিএনপির নেতা-কর্মীরা 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

নৌকায় করে বরিশালে ‘ধানের শীষের’ বিভাগীয় সম্মেলনে যাচ্ছেন আমতলী উপজেলা বিএনপির ৫ হাজার নেতা-কর্মী। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার পরিবহন মালিক সমিতি মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধের দাবিতে বাস ধর্মঘট আহ্বান করে। উপায় না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা নদীপথেই আজ শুক্রবার ভোর থেকে নৌকায় করে বরিশাল যাচ্ছেন।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচটি ইঞ্জিনচালিত কার্গো নৌকা ভাড়া করা হয়েছে। নৌকাগুলোতে এক থেকে দেড় হাজার নেতা-কর্মী বরিশালে যাওয়ার কথা। আজ শুক্রবার ভোররাতে নৌকাগুলো উপজেলার গুলিশাখালী বাজার থেকে ছেড়ে যায়।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির ও সদস্যসচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে প্রায় আড়াই হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে এসে পৌঁছান। এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, ‘বিএনপির বিভাগীয় সম্মেলন বাধাগ্রস্ত করতে মালিক সমিতি বাস ধর্মঘট আহ্বান করেছে। ফলে দুই দিন আগেই বাসযোগে সম্মেলনস্থলে এসেছি। আরও অনেক নেতা-কর্মী রয়েছেন, যাঁরা আজ নৌকায় করে সম্মেলনে আসবেন।’

আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির বলেন, ‘কোনো বাধাই বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সব বাধা উপেক্ষা করে উপজেলা থেকে সড়ক ও নদীপথে অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগদান করবেন। এরই মধ্যে অন্তত ২ হাজার ৫০০ নেতা-কর্মী সম্মেলনস্থলে এসেছেন।’

তবে বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত করতে নয়, বরং মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে দাবি করেছেন বরগুনা মালিক সমিতির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসান মৃধা। তিনি বলেন, ‘মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে দুই দিনের ধর্মঘট আহ্বান করা হয়েছে।’

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল