হোম > সারা দেশ > বরগুনা

দগ্ধ ছোট্ট শিশুটিকে বাঁচানো গেল না

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

শেষতক হাসপাতালের বিছানায় প্রাণ গেল ছোট্ট ফারজানার (৮)। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যায় সে। এর আগে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে খেলার সময় তার শরীরে আগুন ধরে যায়।

ফারজানা বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার ফারুক খানের মেয়ে। ফারজানার মা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। অসুস্থ বাবার সঙ্গে দাদার বাড়িতে থেকে সে লেখাপড়া করত। 

ফারজানার বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনের এক কোনায় কে বা কারা ময়লা পোড়ানোর জন্য আবর্জনার স্তূপে আগুন দেয়। খেলার সময় ফারজানা আগুনের কাছে গেলে তার পোশাকে আগুন ধরে যায়। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফয়সাল দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন। পরে দগ্ধ ফারজানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিক্ষকেরা।

শিক্ষকেরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে ফারজানাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টার দিকে মারা যায় সে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, ‘ফারজানাদের শিফটের ছুটি হয়েছে বেলা সাড়ে ১১টার দিকে। তবে সে বাড়িতে না গিয়ে স্কুলের মাঠে খেলছিল। দ্বিতীয় শিফট দুপুর ১২টায় শুরু হলে আমরা ক্লাসে ঢুকে যাই। কিছুক্ষণ পর চিৎকার শুনে শ্রেণিকক্ষ থেকে বাইরে এসে দেখি ফারজানার গায়ে আগুন জ্বলছে। স্বাস্থ্যকর্মী ফয়সাল আগুন নেভানোর জন্য তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন।’ 

চিকিৎসকের বরাত দিয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম জানান, উন্নত চিকিৎসার জন্য ফারজানাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের