হোম > সারা দেশ > বরগুনা

দগ্ধ ছোট্ট শিশুটিকে বাঁচানো গেল না

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

শেষতক হাসপাতালের বিছানায় প্রাণ গেল ছোট্ট ফারজানার (৮)। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যায় সে। এর আগে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে খেলার সময় তার শরীরে আগুন ধরে যায়।

ফারজানা বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার ফারুক খানের মেয়ে। ফারজানার মা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। অসুস্থ বাবার সঙ্গে দাদার বাড়িতে থেকে সে লেখাপড়া করত। 

ফারজানার বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনের এক কোনায় কে বা কারা ময়লা পোড়ানোর জন্য আবর্জনার স্তূপে আগুন দেয়। খেলার সময় ফারজানা আগুনের কাছে গেলে তার পোশাকে আগুন ধরে যায়। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফয়সাল দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন। পরে দগ্ধ ফারজানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিক্ষকেরা।

শিক্ষকেরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে ফারজানাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টার দিকে মারা যায় সে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, ‘ফারজানাদের শিফটের ছুটি হয়েছে বেলা সাড়ে ১১টার দিকে। তবে সে বাড়িতে না গিয়ে স্কুলের মাঠে খেলছিল। দ্বিতীয় শিফট দুপুর ১২টায় শুরু হলে আমরা ক্লাসে ঢুকে যাই। কিছুক্ষণ পর চিৎকার শুনে শ্রেণিকক্ষ থেকে বাইরে এসে দেখি ফারজানার গায়ে আগুন জ্বলছে। স্বাস্থ্যকর্মী ফয়সাল আগুন নেভানোর জন্য তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন।’ 

চিকিৎসকের বরাত দিয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম জানান, উন্নত চিকিৎসার জন্য ফারজানাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ