হোম > সারা দেশ > বরগুনা

নির্বাচিত হলে আখের মেশিনে নিংড়ে টাকা আদায় করব: মেয়র পদপ্রার্থীর হুমকি

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে জয়ী হলে বিরোধীদের আখের মেশিনে নিংড়িয়ে রস বের করার মতো করে পৌরসভার বিভিন্ন বিল আদায় করবেন বলে হুমকি দিয়েছেন এক মেয়র পদপ্রার্থী।

প্রার্থী নাজমুল আহসান নান্নু গত শুক্রবার সন্ধ্যায় ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকের নিয়ে এক প্রস্তুতি সভায় এমন মন্তব্য করেন। তাঁর বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিও বক্তব্যে নাজমুল জানান, তিনি নির্বাচিত হলে যেসব ভোটার তাঁর পক্ষে কাজ করবেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপক্ষে থাকবেন, তাঁদের ট্রেড লাইসেন্স, বাড়ির প্ল্যান, ওয়ারিশ সার্টিফিকেটসহ সব কাজ চোখের পলকে করে দেবেন। আর যাঁরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করবেন, তাঁদের আখের মেশিনে যেভাবে রস বের করা হয়; সেভাবে নিংড়িয়ে নিংড়িয়ে টাকা আদায় করা হবে।

নাজমুলের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অপর প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমান। তিনি নাজমুলের বিরুদ্ধে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রস্তুতিসভার নামে প্রচার চালানো এবং সভায় উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তোলেন।

মতিয়ার বলেন, ‘মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান নান্নুর ইন্ধনে তাঁর সন্ত্রাসী বাহিনী সরকারি জমি দখল করে স্টল নির্মাণ, পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ধীরাজ কুমার বিশ্বাসসহ আমার একাধিক কর্মী-সমর্থককে মারধর করে নির্বাচনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।’

অভিযোগের বিষয়ে নাজমুলের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ‘আমি একটা জনসভার মধ্যে, পরে কথা বলব’ বলে কল কেটে দেন। পরে একাধিকবার কল করলেও আর রিসিভ করেননি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর

সিমেন্ট নয়, বালু দিয়ে জিও ব্যাগ বোঝাই

বেতাগীতে বাস মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত

বরগুনায় ‘সর্বাত্মক শাটডাউন’ লিখে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, পুলিশ বলছে—অভ্যন্তরীণ কোন্দল

সিডরের ১৮ বছর: উপকূলবাসী এখনো ভুগছে

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২