হোম > সারা দেশ > বরগুনা

‘ভালো’ ময়নাতদন্তের জন্য ধর্ষণের শিকার মৃত কিশোরীর বাবার কাছে টাকা দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রীকে (১৩) লাইব্রেরিতে আটকে ধর্ষণ ও ভিডিও ধারণ করায় সে ‘আত্মহত্যা’ করে। এ ঘটনায় বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলার পরপরই ময়নাতদন্তের রিপোর্ট ‘ভালোমতো’ করে দেওয়ার কথা বলে এক ব্যক্তি টাকা দাবি করেছেন। 

আজ শনিবার বেলা ২টার দিকে স্কুলছাত্রীর বাবা মোস্তফার মোবাইল ফোনে ঢাকা মহাখালী রাসায়নিক পরীক্ষাগারের দিলীপ কুমার সাহা পরিচয় দিয়ে টাকা দাবি করেন। 

এর আগে, গত ২৭ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চরদুয়ানী বাজারের মিনা লাইব্রেরি অ্যান্ড কসমেটিকসের দোকানে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ২৮ জুন ওই ছাত্রী আত্মহত্যা করলে ৩ জুলাই তাঁর মা লিলি বেগম বাদী হয়ে বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। 

স্কুলছাত্রী চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং কাঁঠালতলী ইউনিয়নে উত্তর কাঁঠালতলী এলাকার মোস্তফা মিয়ার মেয়ে। 

স্কুলছাত্রীর বাবা গোলাম মোস্তফা জানান, আজ শনিবার বেলা ২টার দিকে মহাখালী রাসায়নিক পরীক্ষাগারের দিলীপ কুমার সাহা পরিচয় দিয়ে এক ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে কল দিয়ে ১২ হাজার টাকা দাবি করেন। এর বিনিময়ে তিনি তাঁর মেয়ের ময়নাতদন্তে ধর্ষণের ভালো করে প্রতিবেদন দেবেন। যাতে করে তিনি মামলা করলে ভালো ফলাফল পাবেন। 

স্কুলছাত্রীর বাবা গোলাম মোস্তফার কাছে টাকা দাবি করা নম্বরে (০১৯১৫২৩২০৮৮) একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, বরগুনার নারী ও শিশু ট্রাইব্যুনালে রুজুকৃত মামলার আদেশ এখনো থানায় পৌঁছায়নি। আদালতের আদেশ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে টাকা দিতে হবে না। এমন কোনো প্রতারক যদি ফোন করে, তবে যেন তাঁরা এড়িয়ে যান।’

এদিকে আগামী রোববার (৭ জুলাই) সকাল ১০টার সময় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় উপযুক্ত বিচার দাবি করে মানববন্ধনের আয়োজন করেছেন মহিলা পরিষদ, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন এনজিও, সাংবাদিক এবং সচেতন মহল।

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের