হোম > সারা দেশ > বরগুনা

লুটের অভিযোগে সেই ছাত্রলীগ নেতা ও তাঁর বাবা কারাগারে

বরগুনা প্রতিনিধি

মাইক্রোবাসের গতিরোধ করে প্রবাসীর স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটের অভিযোগে বরগুনায় ছাত্রলীগ নেতা ও তার বাবা কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুর ১২টার দিকে বরগুনা মুখ্য বিচারিক হাকিম মাহবুবুর রহমানের আদালতের হাজির করলে আদালত উভয়কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা আদালতের কোর্ট ইন্সপেক্টর কামাল হোসেন।  

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও বেতাগী সার্কেল) মেহেদী হাসান জানান, বুধবার রাত ২টার দিকে বরগুনা সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে বেতাগী উপজেলার মন্নানেরহাট এলাকা থেকে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান দুরন্ত ও তাঁর বাবা জাহাঙ্গীর ঘরামিকে গ্রেপ্তার করে। মেহেদী সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। 

মামলার নথি থেকে জানা গেছে, গত মাসের ১৯ মার্চ রাতে স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নিয়ে পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে ফেরার সময় এক ব্যবসায়ীর প্রাইভেটকারে লুট চালায় সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান দুরন্ত ও তাঁর সহযোগীরা। এ সময় তিনজনকে কুপিয়ে জখম করে এবং তাঁদের সঙ্গে থাকা ৩ লাখ ২৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, গত মাসের ২১ মার্চ  ছাত্রলীগ নেতা মেহেদী, তাঁর বাবা জাহাঙ্গীর ঘরামিসহ আটজনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন ওই ব্যবসায়ীর ভাই আসাদুল ইসলাম। এরপর থেকে মেহেদী ও তাঁর বাবা পলাতক ছিলেন। 

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম