হোম > সারা দেশ > বরগুনা

অর্থনৈতিক সংকটে হাদিসুরের পরিবার, প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

২ মার্চ ইউক্রেনের বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়। এতে নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। হাদিসুরের মৃত্যুতে অর্থনৈতিক সংকটে পড়েছে তাঁর পরিবার। হাদিসুরের পরিবার তাঁর ছোট দুই ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দেওয়ার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছে। 

হাদিসুরের ছোট ভাই তরিকুল ইসলাম তারেক বলেন, ‘আমার বাবা-মায়ের আয় উপার্জনের একমাত্র সম্বল ছিল আমার ভাই। বাবা-মাকে দেখাশোনার মতো এখন আর কেউ রইল না। আমরা দুই ভাই বেকার। আমাদের যদি একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমার বাবা-মা শান্তিতে থাকতে পারত। আমরা চাই, প্রধানমন্ত্রী যাতে আমাদের পরিবারের প্রতি সুদৃষ্টি দেন।’ 

আজ মঙ্গলবার হাদিসুর রহমানের জানাজা শেষে সাংবাদিকদের তারেক এ কথা বলেন। 

তারেক আরও বলেন, ‘আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছে। সে ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করত। সে দেশের জন্য জীবন দিয়েছে আমরা এতে গর্বিত। আমরা চাই সবাই যেন তার মতো দেশের জন্য কাজ করে। আমার ভাইয়ের যদি কোনো ভুলত্রুটি থাকে তাহলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়।’ 

হাদিসুরের বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকারের কাছে একটা আবেদন ছিল লাশ দেশে আনার, সে লাশ পেয়েছি। এখন সরকারের কাছে আরেকটি আবেদন আমার প্রতি যদি সদয় দৃষ্টি হয় তাহলে আমার দুই ছেলেকে যেন একটা কর্মের ব্যবস্থা করে দেয়।’ 

হাদিসুর রহমানের জানাজা শেষে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, ‘বিএসসির পক্ষ থেকে হাদিসুরের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সহায়তার অঙ্কটাও জানতে পারবেন।’ 

বরগুনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই হাদিসুরের বিষয়টা গভীরভাবে উপলব্ধি করেছেন এবং ব্যথিত হয়েছেন। আমরা আশা করি, যে মন্ত্রণালয়ের অধীনে হাদিসুর রহমান চাকরি করতেন এর তরফ থেকে সাহায্য সহযোগিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর ইউক্রেনের বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। সেখানে নোঙর করা অবস্থায় ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। ওই হামলায় প্রাণ হারান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। মৃত্যুর ১২ দিন পর গতকাল সোমবার তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ হজরত শাহজালাল বিমানবন্দরে আসে। আজ মঙ্গলবার জানাজা নামাজ শেষে নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে দাদা-দাদির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।  

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের