হোম > সারা দেশ > বরগুনা

বিষখালী নদীর তীরে অচেতন নারীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে বিষখালী নদী থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বলাইবুনিয়া এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করে বেতাগী থানা-পুলিশ। 

ওই নারীর নাম জাহানারা বেগম (৫০)। তিনি কাজিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. হারুনের স্ত্রী। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহানারা চিকিৎসার জন্য বৃহস্পতিবার বুড়ামজুমদার এলাকায় বোনের বাড়িতে আসেন। শনিবার সকালে তাঁর স্বামী তাঁকে দেখতে ওই বাড়িতে আসলে জানতে পারেন জাহানারা সকালে একা বাড়ি থেকে বের হয়ে গেছেন। পরিবারের লোকজন এরপর তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল ১১টার পার্শ্ববর্তী বিষখালী নদীর তীরে তাঁকে অচেতন অবস্থায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এরপর স্বজনেরা খবর পেয়ে থানায় আসেন। 

বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার