হোম > সারা দেশ > বরগুনা

উপকূলীয় এলাকায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল নৌবাহিনী

বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা দেয় নৌবাহিনী। ছবি: আজকের পত্রিকা

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব চিকিৎসকেরা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্টের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে পাথরঘাটা ও আশপাশের এলাকার তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগ সম্পর্কেও রোগীদের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, দেশের সর্বদক্ষিণের উপকূলীয় এলাকায় এমন উদ্যোগ তাঁদের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকিপূর্ণ অবস্থার প্রেক্ষাপটে এই আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে তাঁরা মনে করেন।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নৌবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবাই নয়, বরং দুর্গম অঞ্চলে রাষ্ট্রীয় সহযোগিতা ও মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ ব্যাপারে নৌবাহিনীর পক্ষ থেকে আজকের পত্রিকাকে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবে। চলতি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল ক্যাম্প করে বরগুনার জনগণকে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানানো হয়।

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের