বরগুনায় ঘন কুয়াশায় যাত্রীবাহী একটি বাস উল্টে নারী শিশুসহ ২০ যাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গলাচিপা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ১২ জনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী সোনার তরী যাত্রীবাহী বাসটি গলাচিপা বাজারের কাছে পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে যাত্রীদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বরগুনা ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার বদিউজ্জামান জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে ওঠানোর চেষ্টা চলছে।