হোম > সারা দেশ > বরগুনা

ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক কারাগারে

বরগুনা প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনার মামলায় বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

আজ বুধবার বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাসেল মজুমদার এ আদেশ দেন। 

বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের পুলিশ পরিদর্শক (সিআই) মারুফ আহমেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ পরিদর্শক (সিআই) মারুফ আহমেদ হোসেন জানান, ২০২১ সালের ২২ মার্চ বামনা সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুরুজ্জামান সোহাগ বাদী হয়ে বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলা করেন। ওই মামলায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনিসহ ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়। 

আজ বুধবার মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহারিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমীন হোসেন জনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম, সিদ্দিকুর রহমান পান্না বলেন, ‘বিজ্ঞ আদালত দুজনের জামিন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।’ 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল লতিফ ফরাজি বলেন, ‘বিজ্ঞ আদালতের কাছে আমি জামিনের বিরোধিতা করে আইনগত যৌক্তিকতা তুলে ধরেছি। আদালত দুই আসামির জামিন নামঞ্জুর ও ১১ জনের জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন।’ 

কলেজ ভবনে বসবাস, হচ্ছে না পাঠদান

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের