হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার বেতাগীতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগীতে সিঁধ কেটে ঘরে ঢুকে নাসিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা চান্দখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগমের স্বামী আব্দুল হাই ২০ বছর আগে মারা যান। গত ১০ বছর যাবৎ তিনি আয়লা চান্দখালী গ্রামে বাবার বাড়িতে একাই বসবাস করতেন।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিমা ও আব্দুল হাই দম্পতির তিন কন্যা সন্তান রয়েছে। তাঁরা তাদের পরিবার নিয়ে খুলনায় থাকেন। নাসিমার স্বামী প্রায় ২০ বছর আগে মারা যান। এরপর নাসিমা আরেকটি বিয়ে করলেও তা বেশি দিন টেকেনি। তারপর থেকে তিনি প্রায় ১০ বছর যাবৎ নিজ বাবার বাড়িতে একা বসবাস করতেন।

বৃহস্পতিবার ভোরে নাসিমার চাচাতো ননদ মমতাজ বেগম বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের দরজা খোলা দেখে তাঁকে খুঁজতে থাকেন। এ সময় তিনি ঘরের পেছনে সিঁধ কাটা দেখে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা ঘরে ঢুকে নাসিমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

বরগুনার বেতাগীতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

নিহতের চাচাতো ননদ মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সকালে ফজর নামাজের পর হাঁটতে বের হয়ে দেখি ভাবির ঘরের দরজা খোলা। এ সময় তাঁকে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পেছনের দিকে গিয়ে দেখতে পাই সিধঁকাটা। তারপর আমি বাড়ির অন্যদের ডাক দিলে তারা এসে ঘরের ভেতরে ভাবির মরদেহ দেখতে পায়।’

নাসিমার ফুপাতো ভাই মো. নেছার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে একা থাকতেন। আমি মাঝেমধ্যে এসে তার ঘরের বাজার করে দিয়ে যেতাম। সকালে ফোনে খবর পাই কারা যেন তাঁকে মেরে ঘরের মালামাল চুরি করে নিয়ে গেছে। তার ঘরে অনেক স্বর্ণালংকার ছিল। এসে দেখি কিছুই নাই।’

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নাসিমা এই ঘরে একা বসবাস করতেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে দুষ্কৃতকারীরা তার স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নেওয়ার জন্য ঘরের সিঁধ কেটে ঢুকে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক