হোম > সারা দেশ > বরগুনা

বসা নিয়ে দ্বন্দ্বে বর পক্ষের হামলা, কনে ফিরে গেল বাড়ি 

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে বউভাতে বর পক্ষের হামলায় কনের বাড়ির সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। বউভাতে নারীদের বসা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এ হামলা হয়। এতে খাবার না খেয়ে বরের বাড়ি থেকে কনেকে নিয়ে চলে যান পরিবার। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কাজিরখাল এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গত শুক্রবার বরগুনা সদর উপজেলার সোনাতলা এলাকার সোবাহান ঘরামীর মেয়ে রাবেয়ার সঙ্গে তালতলী উপজেলার কাজির খাল এলাকার ছবুর আকনের ছেলে রবিউল আকনের বিয়ে হয়। সোমবার বিকেলে বরের বাড়ি থেকে বউ ভাতের আয়োজন করা হয়। এদিন দুপুরে বরের বাড়িতে আসেন কনে পক্ষের ২৫ জন সদস্য। খাবার পরিবেশনের সময় নারী-পুরুষ একত্রে বসানোর জন্য নিষেধ করেন কনে পক্ষ। এ সময় বর পক্ষ থেকে কনে পক্ষের নারীদের নিয়ে কটূক্তি করেন। 

এ নিয়ে দু পক্ষের বাগ্বিতণ্ডার এক পর্যায় বর পক্ষের লোকজন কনে পক্ষের ওপর হামলা চালান। হামলায় কনের বাবা সোবাহান ঘরামী, ফুফা মস্তফা, ফুপি বিলকিচ, নানি হাজেরাসহ ১৩ জন আহত হন। আহতেরা তালতলী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বরগুনায় ফিরে যান। 

কনের চাচা মোহম্মদ আলী ছাত্তার বলেন, ‘বিকেল ৩টার দিকেও আমাদের খাবার দেওয়া হয়নি। পরে খাবার দেওয়ার আগে নারী ও পুরুষদের একই সঙ্গে বসানো নিয়ে নিষেধ করি। এ সময় তাঁরা নারীদের নিয়ে কটূক্তি করে কথা বলেন। প্রতিবাদ করলে তাঁরা আমাদের ওপরে হামলা চালান।’ 

মোহম্মদ আলী ছাত্তার আরও বলেন, কনের বাবার জামাকাপড় ছিঁড়ে ফেলে মারধর করে জামাই রবিউল। তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান এ বিষয়ে সমাধানের কথা বলেছেন। 

বর রবিউলের বাবা ছবুর আকন বলেন, ‘আমরা ভুল করেছি। রাতে কনে পক্ষের কাছে ক্ষমা চেয়েছি। দুপক্ষের সমস্যা সমাধান করবেন আমাদের চেয়ারম্যান।’ 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিয়ে বাড়িতে ঝামেলার কথা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক