হোম > সারা দেশ > বরগুনা

ফোনে বিয়ে করা স্ত্রীকে দেখা হলো না সৌদিপ্রবাসী মুসার

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি  

মোহাম্মদ মোসলেম মুসা। ছবি: সংগৃহীত

তিন মাস আগে ফোনে বিয়ে হওয়া বরগুনার পাথরঘাটার বাসিন্দা সৌদিপ্রবাসী মোহাম্মদ মোসলেম মুসার (৩২) চলতি মাসের ২৩ তারিখে দেশে আসার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তাঁকে চলে যেতে হয়েছে পরপারে। গত শুক্রবার দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তাঁর মৃত্যু হয়।

গতকাল স্থানীয় সময় বেলা ৩টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সৌদি আরবের একটি হাসপাতালে মৃত্যু হয়‌ মোহাম্মদ মোসলেম মুসার। গত শুক্রবার রাত ৮টার দিকে সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

মুসার বড় ভাই সৌদিপ্রবাসী মোহাম্মদ হিরু মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আট বছর আগে মুসা সৌদি আরবে আসেন। তিনি সৌদি আরবে গাড়ি কিনে ভাড়ায় চালাত‌েন। গত শুক্রবার রিয়াদ থেকে এক যাত্রী নিয়ে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা এক সৌদি নাগরিকের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই সেই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

মুসার পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের বাইনচুকটি এলাকার এক সৌদিপ্রবাসীর মেয়ের সঙ্গে পারিবারিক সম্মতিতে মোবাইল ফোনে বিয়ে হয় মুসার। এ মাসের ২৩ তারিখ মুসার দেশে এসে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নববধূকে বাড়িতে তুলে আনার কথা ছিল। সে অনুযায়ী বিমানের টিকিটও কাটা ছিল তাঁর।

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা