হোম > সারা দেশ > বরগুনা

লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিলুপ্তপ্রায় প্রজাতির এক মুখপোড়া হনুমান। কেউ খাবার দিলেই সানন্দে গ্রহণ করছে হনুমানটি। গত কয়েকদিন ধরেই উপজেলার পৌরসভা এলাকায় অবস্থান করছে হনুমানটি। কখনো ঘরের চালে, কখনো গাছের ডালে আবার কখনো বাজারের দোকানের সামনে বসে থাকছে এই প্রাণিটি।

এলাকাবাসীরা জানান, বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানটির। এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক যা ছুঁড়ে দিচ্ছে তাই গ্রহণ করছে হনুমানটি। হঠাৎ করেই লোকালয়ে চলে আসা হনুমানটি দেখতে ঘটনাস্থলে ভিড় জমাচ্ছে উৎসকু জনতা। ফলে প্রাণের ভয়ে বারবার স্থান পরিবর্তন করছে হনুমানটি।   

বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল জিয়াউর রহমান জুয়েল বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমরা এই এলাকায় হনুমানটিকে দেখতে পাচ্ছি। হনুমানটি খুবই শান্ত প্রকৃতির। কাউকেই কিছু বলেনা। হনুমানটি দেখে সবাই খুব মজা পাচ্ছে। তবে কিভাবে, কোথা থেকে হনুমানটি এসেছে তা বলতে পারবোনা।’ 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর