হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় ট্রলারডুবির ঘটনায় চার জেলের মৃত্যু 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বিষখালী-বলেশ্বরের মোহনায় ঘূর্ণিঝড় 'গুলাব'-এর প্রভাবে ডুবে যাওয়া আ. রাজ্জাকের মালিকানাধীন আল্লাহর দান নামের মাছ ধরার ট্রলারের নিখোঁজ তিন জেলেসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। এর আগে গত মঙ্গলবার ট্রলার মালিক রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা গ্রামের আলী হোসেনের ছেলে ইব্রাহিম (৩৫), তোতা মিয়ার ছেলে মনির ও আব্দুল কুদ্দুস ফরাজীর ছেলে গোলাম সরোয়ার। 

জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১১ জন জেলেসহ আল্লাহর দান ট্রলারটি ডুবে যায়। এ সময় আটজন জেলে জীবিত উদ্ধার হলেও তিন জেলে নিখোঁজ ছিলেন। তাঁরা সবাই উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। 

এ বিষয়ে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহসভাপতি আবুল হোসেন ফরাজী বলেন, বৈরী আবহাওয়ায় গত দুই দিন সমুদ্র খুব উত্তাল থাকায় শুধু পাথরঘাটা উপজেলারই চারটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

জেলা ট্রলার মালিক সমিতির গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য গত মঙ্গলবার থেকে মালিক সমিতি চেষ্টা করে যাচ্ছিল। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে ২৭ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে মরদেহগুলো দাফনের ব্যবস্থা করা হচ্ছে। 

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম