হোম > সারা দেশ > বরগুনা

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৩ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি

ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাথরঘাটা উপজেলার তিন জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের কবির হিয়ালী (৪৫), সোহাগ (৩০) এবং কাঁঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)।

৯ জুলাই মধ্যরাতে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল নামের ট্রলারটি। ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

আজ বৃহস্পতিবার উদ্ধার হওয়া জেলেরা ট্রলারডুবির ঘটনাটি নিশ্চিত করেছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেরা গভীর সাগরে জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। পরে পার্শ্ববর্তী একটি ট্রলার থেকে ৯ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও তিনজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

আজ সকাল পর্যন্ত নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্ধার অভিযান চলছে।

এদিকে দুর্ঘটনার পর পুরো উপকূলীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ জেলেদের পরিবার ও স্বজনেরা অপেক্ষায় দিন পার করছে।

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম