হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০২ জন ভর্তি

বরগুনা প্রতিনিধি

হাসপাতালগুলোতে বেডের সংকটের কারণে মেঝেতে কোনোমতে বিছানা পেতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে। চলতি বছরের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০২ জন রোগী ভর্তি হয়েছে। এর আগে গত ২৩-২৪ জুন সময়ে সর্বোচ্চ ৯৩ জন আক্রান্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৭৬ জন, পাথরঘাটায় ১২ জন, তালতলীতে সাতজন এবং বামনায় সাতজন রোগী ভর্তি হয়েছে।

সরকারি হিসাবে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ছয়জন। তবে বেসরকারি উৎস থেকে পাওয়া তথ্যে দেখা যায়, চলতি বছর জেলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন স্থানীয় সরকারি হাসপাতালে, বাকিরা ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জেলাজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। বরগুনা জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, সিঁড়ি, ব্যালকনি, রিসেপশন কক্ষসহ যেখানেই একটু জায়গা মিলছে, সেখানেই মেঝেতে বিছানা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, ‘পৌর এলাকায় কিছুটা মশক নিধন কার্যক্রম থাকলেও গ্রামাঞ্চলে কোনো উদ্যোগ নেই। ইউনিয়ন পরিষদগুলো এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বর্ষা শেষে ডেঙ্গু মহামারিতে রূপ নিতে পারে।’

বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত যাচ্ছে, রোগীর সংখ্যা তত বাড়ছে। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে চিকিৎসাসেবা ভেঙে পড়বে। সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে এবং মশক নিধনে যৌথ উদ্যোগ নিতে হবে।’

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার