হোম > সারা দেশ > বরগুনা

সুন্দরবনে ডাকাতের গুলিতে জেলে নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সুন্দরবন এলাকায় ডাকাতের গুলিতে মুসা (৩০) নামের এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়া এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

নিহত জেলে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়া ছেলে এবং ট্রলার মালিকের ভাতিজা। 

এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, উপজেলার সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়ায় একটি ট্রলারে ২৫ থেকে ৩০ জন ডাকাত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এফবি বাবুল নামের মাছধরা ট্রলারের সব মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ট্রলার মালিকের ভাতিজা মুসা তাদের বাধা দিলে তাঁকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়। অন্য জেলেদের বেদম মারধর করে তারা।

গোলাম মোস্তফা আরও বলেন, ওই ট্রলারটি ভারতীয় হলেও ডাকাত দলের সদস্যরা সাতক্ষীরার। তবে তাঁদের হাতে ভারতীয় ট্রলার কীভাবে গেল সে ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান জানান, সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনা স্থলে দিকে পাঠানো হয়েছে। নিহত জেলেসহ ট্রলার উদ্ধারে অভিযান চলছে। 

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক