হোম > সারা দেশ > বরগুনা

দোকান লিখে না দেওয়ায় ছেলের প্রহারে হাসপাতালে বাবা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ছেলেকে দোকান লিখে না দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দোকানের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

শাহাবুদ্দিন হাওলাদার জানান, তিনি  দীর্ঘদিন ধরে কৃষি ব্যাংকের বরগুনা শাখায় কর্মরত। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী ও কন্যাকে নিয়ে চরকলোনি এলাকায় বসবাস করেন। তানভির আহমেদ লিমন তাঁর প্রথম স্ত্রীর সন্তান। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করার লিমন তাঁর বাবার ওপর ক্ষিপ্ত ছিলের। বরগুনা শহরের সিলভার পূর্তিতে শাহাবুদ্দিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন লিমন। অনেক দিন ধরেই দোকানটি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করছিল লিমন। কিন্তু ছেলের প্রস্তাবে রাজি হননি বাবা শাহাবুদ্দিন।

এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১০টার দিকে লিমন বাবার দোকানে এসে তাঁর বাবাকে আবারও দোকান লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু শাহাবুদ্দিন তাতে অস্বীকৃতি জানালে লিমন তাঁকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে মারতে রাস্তায় ফেলে ফেলে দিয়ে স্থান ত্যাগ করে।

এ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে বাসা থেকে বের হলে লিমন আমাকে গাড়ি চাপা দিতে চায়, ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। এরপর আমি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এলোপাতাড়ি মারধোর শুরু করে। আমি স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তাঁদের পরামর্শে থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি।’ 

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক