হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় কমতে শুরু করেছে জোয়ারের পানি

বরগুনা প্রতিনিধি

বরগুনায় জোয়ার কমে যাওয়ায় উপকূলীয় এলাকার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। টানা বর্ষণ থাকলেও জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলার কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার দুপুরে পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানিয়েছেন, জেলার তিনটি প্রধান নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কিছু অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হলেও ভাটির টানে পানি সাগরে নেমেছে। 

বরগুনা পাউবোর পানি পরিমাপক মাহতাব হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে পূর্ণিমার জোয়ার ও প্রবল বর্ষণের ফলে বরগুনার পায়রা বলেশ্বর ও বিষখালী এই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে আজ সকাল থেকে জোয়ারের সময় স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হয়েছে। 

মাহতাব হোসেন আরও বলেন, বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর এ তিনটি নদীর পানি কমতে শুরু করেছে। এখন স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। 

বরগুনার সদর উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, ফসলের মাঠে পানি থাকলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। 

ওই এলাকার বাসিন্দারা বলেন, বৃষ্টির পানি ভাটির টানে নেমে যাওয়ায় জলাবদ্ধতা সমস্যা নেই। 

এম বালিয়াতলী ইউনিয়নের সেলিম হোসেন নামের এক কৃষক বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ফসলের মাঠে জোয়ার ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ বন্ধ রাখতে হয়েছিল। আজ সকাল থেকে চাষাবাদ শুরু করেছি, কারণ ফসলের মাঠের পানি কমে গিয়েছে।’ 

সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের বাড়ি বিষখালী নদীর তীরে। নদীর পানি বাড়লেই ফসলের মাঠ ও বাড়িঘরে পানি ঢুকে পড়ে। তবে আজ সকাল থেকে ভাটির টানে পানি কমে গিয়েছে। ফলে এখন আর সমস্যা হচ্ছে না।’ 

পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন বলেন, ‘টানা বর্ষণ ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার তিনটি নদীর বেশ কিছু এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব এলাকাগুলো আমরা দ্রুত মেরামতের আওতায় আনব। তবে আজ থেকে নদীর পানির তোড় কমতে শুরু করেছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলায় এখন আর জলাবদ্ধতা নেই।’

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর