হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে ট্রাকের ধাক্কায় দিনমজুর নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে ট্রাকের ধাক্কায় সোহরাফ হাওলাদার (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকঝুড়ি সড়কের সাতধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাফ উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে। আজ মঙ্গলবার তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহরাফ হাওলাদার পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। সেখানে দিনমজুর হিসেবে বিভিন্ন কাজ করতেন। গতকাল সোমবার রাত সাড় ১০টার দিকে ছেলে মামুনকে (১০) নিয়ে ঢাকা উদ্দেশে মোটরসাইকেলে করে আমতলী যাচ্ছিলেন। পথিমধ্যে মানিকঝুড়ি সড়কের সাতধারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল সড়কের পাশে পড়ে যায়। সোহরাফ গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক অমিত সোহরাফকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সোহরাফের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের চাচা আসাদ হাওলাদার বলেন, ভাতিজা সোহরাফ তাঁর ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশে মোটরসাইকেলে করে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে মানিকঝুড়ি সড়কের সাতধারা নামক স্থানে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমিত বলেন, হাসপাতালে আনার আগেই সোহরাফ মারা গেছেন।

ওসি আরিফুল ইসলাম বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সোহরাফের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ