হোম > সারা দেশ > বরগুনা

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল, বললেন পাপমুক্ত হয়েছি

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

তালাকের পর দুধ দিয়ে গোসল করছেন রেজাউল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে কৌতূহল জন্ম নিয়েছে জনমনে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়েছে কিন্তু সুরাহা হয়নি। গতকাল বিকেলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বৈঠক হয়। কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম পনুর উপস্থিততে উভয় পক্ষের সম্মতিতে তালাক হয়। ওই দিন রাত ৯টার দিকে ২০ লিটার দুধ দিয়ে তাঁকে গোসল করানো হয়।

রেজাউল ইসলাম বলেন, ‘দুধ দিয়ে গোসল করে আমি পাপ মুক্ত হয়েছি। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।’

রেজাউলের বাবা কাঞ্চন হালদার বলেন, ‘বউয়ের থেকে বউয়ের মা অনেক চালাক। মায়ের কুবুদ্ধির কারণে মেয়ের তালাক হয়েছে। চার বছর একটি সন্তান রয়েছে, এই সন্তানের কী হবে এখন।’

রেজাউলের চাচাতো ভাই সোহাগ হাওলাদার বলেন, ‘বিকেলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয়। বাড়িতে এসে রাত ৯টার দিকে ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপ মুক্ত করে ঘরে তুলেছি।’  

তালাকের বিষয়ে জানতে চাইলে ওই নারী কোনো বক্তব্য দিতে রাজি হননি।   

শারিকখালী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দম্পতির দ্বন্দ্বের বিষয়ে সালিস বৈঠক করেছি, কিন্তু সমাধান হয়নি। গতকাল উভয় পক্ষের সম্মতিতে তাদের তালাক হয়েছে।’

বরগুনায় বিএনপির মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা

তিন দপ্তর ‘ম্যানেজ’ করে দেদার চলছে জাটকা শিকার

গাছ নিধন: দস্যু ও কর্মকর্তার যোগসাজশ

বিএনপি নেতা সুজন মল্লিকের মায়ের ইন্তেকাল

মানুষ এবার ইসলামি দলকে ক্ষমতায় দেখার অপেক্ষায়: চরমোনাই পীর

সিমেন্ট নয়, বালু দিয়ে জিও ব্যাগ বোঝাই

বেতাগীতে বাস মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত

বরগুনায় ‘সর্বাত্মক শাটডাউন’ লিখে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, পুলিশ বলছে—অভ্যন্তরীণ কোন্দল

সিডরের ১৮ বছর: উপকূলবাসী এখনো ভুগছে

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২