হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণহীন, আরও একজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেনারেল হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

বরগুনায় নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। কয়েক দিন ধরে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি ঘরেই রয়েছে সর্দি-জ্বরে আক্রান্ত রোগী।

এদিকে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ বুধবার বরগুনার একজন মারা গেছেন। মৃত শিরিন সুলতানা (৪৫) মনসাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বরগুনার সাবেক চেয়ারম্যান এ বি এম রুহুল আমিনের স্ত্রী। তাঁকে গত সোমবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ দুপুর ১২টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলার মোট ৩৫ জন মারা গেল।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৫০, বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, পাথরঘাটায় ৭, বেতাগীতে ২ ও তালতলীতে ৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

জেলার বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৩ হাজার ৯০০ জন।

অন্যদিকে এক সপ্তাহের অধিক সময় বিরামহীন বৃষ্টির কারণে জেলায় মশকনিধন কর্মসূচিতে তেমন চোখ পড়েনি। বৃষ্টি কমে যাওয়ার পর দুই দিন ধরে পৌরসভা, জেলা প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী কোনো সংগঠনের কোনো তৎপরতা না থাকায় আবারও এডিস মশার বংশ বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, বৃষ্টির কারণে জমা পানিতে আবার জন্ম নিচ্ছে এডিস মশা। এখনই মশকনিধন কর্মসূচি নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।

এ ব্যাপারে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, গতকাল মঙ্গলবার থেকে আজ পর্যন্ত তেমন বৃষ্টি নেই। এখনই এডিস মশার বংশ বিস্তারের উপযুক্ত আবহাওয়া। তাই সরকারি কিংবা বেসরকারি সংস্থাগুলোকে এখন মশকনিধনে উদ্যোগ নিতে হবে। না হলে বরগুনার পরিস্থিতি ভয়াবহ হবে।

বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনায় দিন যত যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা দিতে বেগ পেতে হচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’

বরগুনার দুটি আসন: সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ