হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান, জরিমানা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। চারটি ইটভাটার মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার বিকেলে বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মেসার্স আর এম ব্রিকস, মেসার্স জালাল এন্টারপ্রাইজ, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও মেসার্স হাওলাদার ব্রিকস নামের চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরমান ভূঁইয়া।

গত ৭ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘বেতাগীতে ইটভাটায় পুড়ছে কাঠ, হুমকিতে পরিবেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এর পরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম কবিরের মালিকানাধীন মেসার্স আর এম ব্রিকস ইটভাটাসহ অন্যান্য ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এ ছাড়া কাঠ কাটার জন্য এসব ভাটার ভেতরে করাতকলও বসানো হয়েছে। এমন অভিযোগে এসব ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের ১ লাখ ২৫ হাজার লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরমান ভূঁইয়া বলেন, ‘ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে বেতাগী উপজেলার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থকবে।’

সর্বোচ্চ ২৮ লাখ টাকা আয় জামায়াত প্রার্থীর

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ