হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি 

ফাইল ছবি

সুন্দরবনের ছোট খালে ভ্রমণের সময় অপহৃত দুই পর্যটক ও রিসোর্টের মালিককে উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার রাতে কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, যৌথ অভিযানে দাকোপের বানিয়াশান্তা ইউনিয়নে রিসোর্টসংলগ্ন এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। আগামীকাল (সোমবার) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে গত শুক্রবার নারী, পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। এদিন দুপুরে তাঁরা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকাননে’ রাত যাপনের জন্য ওঠেন। পরে বিকেলে গোলকানন রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকায় বনের ছোট খালে ঘুরতে বের হন।

ওই সময় রিসোর্টসংলগ্ন খাল থেকে নারীসহ পাঁচজনকে তুলে নেয় সশস্ত্র বনদস্যুরা। রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় দস্যুরা। তবে রিসোর্টের মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে। অপহরণের পর দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল বলে জানা গেছে। অপহরণের পরপরই উদ্ধার অভিযান শুরু করেন থানা-পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা।

অপহরণের শিকার সোহেল ও জনি নামের দুই পর্যটক ঢাকার বাসিন্দা। বাকিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে অপহরণের ঘটনাটি নিয়ে প্রথম থেকেই রিসোর্টের মালিক ও তাঁদের সংগঠন একধরনের লুকোচুরি করে আসছিল।

বন বিভাগের দাবি, ওই পর্যটকেরা অনুমতি ছাড়াই সুন্দরবনে প্রবেশ করেন। এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, ‘ওই পর্যটকেরা কোনো অনুমতি না নিয়েই বনে প্রবেশ করেছিল। ওই রিসোর্ট মালিক কেন এমনটি করলেন সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।’

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ