ঢাকা : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের সময় আরও বাড়তে পারে। আগামী সোমবার (১৯ এপ্রিল) সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হবে। সভা শেষেই জানা যাবে এক সপ্তাহের চলমান এ বিধিনিষেধের মেয়াদ বাড়ছে কি না।
করোনায় নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত দুদিন ধরে করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার হার কম হলেও বেড়েছে নতুন করে শনাক্তের হার। এ পরিস্থিতিতে খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় কমপক্ষে তিন সপ্তাহের বিধিনিষেধের প্রয়োজন।
শনিবার (১৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও এমন আভাস পাওয়া গেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরআগে, কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ১৪ লকডাউন চেয়েছিল।