হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম: এনসিপি জেলা ও উপজেলা কমিটি স্থগিত

মাদারীপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত দুইটার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

এদিকে হামলার ঘটনায় থানায় মামলা হলেও বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সারে ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে, জেলা এনসিপির ৫ নম্বর সদস্য মো. আবদুল্লাহ আদিল মাহমুদ টুটুল এবং ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে শৃঙ্খলাভঙ্গের দায়ে সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

সূত্র জানায়, এনসিপির মাদারীপুর জেলা কমিটি গঠনের পর তা প্রত্যাখ্যান করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্যসচিব মাসুম বিল্লাহসহ অনেক নেতা-কর্মী। পরে ওই পক্ষই মাদারীপুর সদর উপজেলায় ২৬ সদস্যের আরেকটি এনসিপি কমিটি গঠন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।

বুধবার বিকেলে শহরের বাদামতলা এলাকার ভুইয়া কমিউনিটি সেন্টারে এনসিপির কর্মীসভায় যোগ দিতে গেলে মাসুম বিল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে তাঁর সহকর্মী আকাশ মাতুব্বর বাদী হয়ে সদর মডেল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। তবে আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, “হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা

ভোলায় ট্রাকচাপায় প্রাণ গেল তরুণীসহ ৩ অটোযাত্রীর

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার